সম্পর্ক― একটু অন্যরকম
“ওরা মনের গোপন চেনে না…”
হয়তো চেনে না।
তাই যখন ঘুম আসেনা,
হেডফোন কানে গুঁজে রাত পেরোয়।
জ্বর হলে দু’বেলা ফোন আসে,
অনিয়মে বকুনি জোটে।
কথা না হলে, তাই হয়তো মুখ ভার হয়।
নাম নেই, লোক-দেখানো নেই―
এই সমস্ত সম্পর্ক কখনো পুরনো হয়না;
কখনো, একঘেয়ে হয় না।
“…ওরা হৃদয়ের রঙ জানে না…”