বন্দী জীবনের গল্প

জীবন এক বয়ে চলা নদী

আছে ভাঙা, আছে গড়া

সুখ-দুঃখ মিঠেকড়া নিরবধি।

অবিরত চলা, আসুক যতই বাঁধা

থাকে উজ্বল,সদা উন্মুখ ভালোবাসার প্রতি।

তবু মাঝে মাঝে জীবন জুড়ে ওঠে ঝড়

এলোমেলো করে সাজানো,গোছানো ঘর

বন্দী মন,বদ্ধ ঘরেই চলায় তার আবর্তন।

ঝড়ের দাপটে ভেঙে যায় কিছু সজীব স্বপ্ন

অসহায় জীবন বয়ে নিয়ে চলে এক অন্য গল্প।

বন্দী জীবন কেড়ে নেয় রুজি, অদৃশ্য হয় রুটি

পরিয়ায়ী জীবন নামে পথে, নতুন সংগ্রামে

জঠরে ক্ষুধার জ্বালা,মনে হতাশা

বাড়ায় পা এক অজানা পথে।

আসে মৃত্যু, হয় জন্ম পথকে ঘিরে

লেখা হয় নতুন জীবনের ইতিহাস।

আর, আছে যারা ঘরে বন্দী

নিজেকে বাঁচাতে রচে নানান ফন্দী

জেগে ওঠে কিছু পুরোনো স্মৃতি

তোমার -আমার মাঝের কিছু প্রেম-প্রীতি

কিছু সম্পর্ক পায় নতুন বুনন

কিছুর হয় আত্মহনন

চলছে রংবদলের অভিনব খেলা

বদ্ধ ঘরে সারাদিন, সারাবেলা।

তবু বাঁধি হাজারো আশা

বন্দী জীবনকে ঘিরে নতুন ভরসা

আগামীতে কাটবেই এই অমানিশা।

জীবন দেখাবেই তোমাকে,আমাকে

এক নতুন পথের দিশা।।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *