“মিলন হবে কত দিনে…”

“মিলন হবে কত দিনে…”
যদি ধর এই গানের সুরে কোনো একদিন হারাতে চাই তোমার সাথে,
হারাবে কী?
“মিলন হবে কত দিনে…”
যদি ধর ব্যস্ত রাস্তার সমস্ত ধুলো ঝেড়ে একদিন তুমি আমি রাস্তায় আলপনা দিই,
” মিলন হবে কত দিনে…”
যদি ধর মুখখানা গম্ভীর করে তোমার হাত ধরে বলি, আজ থেকে ব্রেক আপ তোর সাথে।
আর তারপর তোমার ছলছল চোখেতে চোখ রেখে যদি বলি, ইন রিলেশনশিপ উইথ শুধুই তোর মন।
তাহলে কী ভুল কিছু হবে?
” মিলন হবে কত দিনে…”
যদি গানের সুরে খোয়াই নদীর তীরে দুজনে হারিয়ে যাই তাহলে?
” মিলন হবে কত দিনে…”
মনের মধ্যে কেন জানিনা একটা দুর্নিবার তোমায় না পাওয়ার আকাঙ্ক্ষা গড়ে ওঠে।
এ সমাজ মানেনি, মানবেও না।
শুধু বড় বড় চোখ করে তাকাবে। আর ফিসফাস, গুজগাজ চারিদিকে।
তবু বলব ভয় লাগে না।
” মিলন হবে কত দিনে…”
গানের সুরে ভয় লাগে না।
আগে লাগত বুঝি?
হয়ত কোন এক সময়, আজ আর লাগে না।
” মিলন হবে কত দিনে…”
আমি শক্ত হাতে হাতটা বাড়িয়েছি। চলো না, কোথাও গিয়ে একটু বসি।
চারপাশে তো সবাই দৌঁড়েই চলেছে,
সবাইইই দৌঁড়চ্ছে, ধাক্কা খাচ্ছে, পড়ে যাচ্ছে, আঘাত খাচ্ছে… তাও ওরা দৌঁড়চ্ছে।
আমরা না হয় একটু বসি?
” মিলন হবে কত দিনে…”
গানটার ভিতর না হয় নিজেদের হারিয়ে ফেলে আবার খুঁজে পাই?!
কী খুব অবাক লাগছে, স্কুল কলেজের বাধ্য মেয়ের অবাধ্যতা একটু না হয় সইলে।
” মিলন হবে কত দিনে…”
চলো না, ঘরটাকে সাজাই নিজেদের হাতে,
টুকটাক পরিবর্তন আনি। তারপর যখন তুমি ক্লান্ত হবে আমি না হয় তোমার ঘাম মুছে দেব।
” মিলন হবে কত দিনে…”
সত্যি বল, এসব কী চাও? হাতটা এসে ধরতেও তো পার, মনে থাকুক ভালোবাসা আর মুখে থাকুক গান,
” আমার মনের মানুষেরও সনে…”
বলায় থাকুক না বলা, মনে থাকুক ক্ষিদে আর মুখে থাকুক একটু সলজ্জ হাসি, কী মনে প্রেম আসছে?
তাহলে থাক, তোমার আর প্রেম করে কাজ নেই।
মনে থাকুক প্রেম আর কানে বাজুক,
” ও প্রেম যে করে সে জানে,
আমার মনের মানুষেরও সনে, ও আমার মনের মানুষেরও সনে”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *