ধাক্কাগুলো যখন প্রবলভাবে আঘাত হানে,
চারিপাশটা তখন একে অপরের থেকে বিচ্ছিন্ন, নিঝুম,নিস্তব্ধ
সবাই দেখেও না দেখার ভান করে,
অবহেলা করে মুখ ফিরিয়ে নেয় অনায়াসেই।
কাছের মানুষগুলো যারা ‘পাশে আছি’ বলে,
তাদের অস্তিত্বটাও তখন আর অনুভব করা যায় না,
বরং একা একা থেকেই লড়তে হয় পরিস্থিতির সাথে।
মোকাবিলা করতে হয় সব ঝড়ের সাথে।
অনেক খারাপ পরিস্থিতি আসে যখন- তখন, সবাই সুযোগ নেয় অসময়ের;
শক্ত করতে হয় মনোবলকে লক্ষ্য স্থির রেখে
এগিয়ে যেতে হয় সবকিছু উপেক্ষা করে।
আসলে দুঃসময়ে কেউ কারোর পাশে থাকেনা
নিজের জন্য নিজেকেই লড়তে হয় প্রাণপণ;
শুধু মাঝপথে কিছু জন আছে সুযোগ এর সন্ধানে
তারাও মুখ ফিরিয়ে নিয়ে প্রমাণ করে দেয়,
পর পরই হয়।