হ্যা, আমি এই সমাজে বাস করি |
যে সমাজ আমার পোশাক – আশাক নির্ধারণ করে দেয়,
যে বর্ণবৈষম্যে বিশ্বাস করে…জাতের দোহাই দিয়ে মানুষ খুন করে |
হ্যা, আমি এই সমাজে বাস করি |
যে সমাজ রুকসানা আর সরোজিনীর বন্ধুত্ব মেনে নিতে পারে না…
যে অনিমেষ আর ফিরোজার ভালোবাসাকে গলা টিপে মারতে চায়…
হ্যা, আমি এই সমাজে বাস করি |
যে সমাজে মানবিকতার থেকে হিংস্রতাই বেশি…
যেখানে খুন, ধর্ষণ, গণহত্যা
নিছকই একটা সাধারণ ঘটনা, ঠিক যেন প্রাতঃকৃত্তের মত |
হ্যা, আমি এই সমাজে বাস করি |
যে সমাজে পরনিন্দা করতে মানুষ সবসময় এগিয়ে আসে,
কিন্তু সাহায্যের আশা করায় তাদের দেখা পাওয়া মুশকিল |
হ্যা, আমি এই সমাজে বাস করি |
যেখানে একজনের আদর্শ, বিশ্বাস
অন্যের উপর চাপিয়ে দেওয়ার বহু প্রাচীন প্রথা প্রচলিত আছে |
কারণ এখানে মুর্তিপুজোকে প্রাধান্য দেওয়া হয়, অনুভূতি বা সম্পর্ককে নয় |
হ্যা, আমি এই সমাজে বাস করি |
যেখানে শুধুই নিজের আখের গোছানোর কথা বলা হয়…
কারণ এই সমাজ শুধুই নিষেধাজ্ঞা জারি করতে জানে,
তার ফলাফলের কথা চিন্তা করে না |