- পাহাড়ের বুকে নদী আঁকিবুঁকি কাটে সারাদিন,
পাহাড়ও ঠিক পুরুষের মতোই নদীকে আগলে রাখে।
নদীকে সে একটা বাঁধন দিয়েছে… শক্ত বাঁধন।
পাহাড়ের যখন ইচ্ছে হয় নদীর কানে ফুল গুঁজে দেয়,
তারপর কবিতা বলে প্রশংসা করে নদীর রুপের,
নদীও কুল কুল ধ্বনি দিয়ে পাহাড়কে গান শোনায়।
এভাবেই চলছিল পাহাড় নদীর প্রেম, লোকচক্ষুর আড়ালে…
তারপর একদিন, বাতাসের কানে এলো ওদের প্রেমের কথা;
সাথে সাথে একটা ঝড় উঠলো পাহাড়ের চারপাশে।
ঝড়ের পর শুরু হল আকাশ ফাটানো বজ্র বৃষ্টি। না থামা বৃষ্টি।
বাঁধন ছিন্ন করে নদী ভেসে চলে যেতে লাগল দূরে,
পাহাড়ের থেকে দূরে…
পাহাড় আর নদীর জীবনে ঝড়, বৃষ্টি, বজ্র এসেছিল সমাজ হয়ে।
Facebook Comments Box