লেখা-শয়তান
লেখা গুলো সত্যি হয়ে,
বেরোতে থাকে কলম থেকে-
বুকের পাঁজর ভিজিয়ে দিয়ে,
লিখব আজ পাতা ভরে।
তোর জন্য,কলম ধরি; তোকে নিয়েই কবিতা লিখি,
ভেজে আমার বুকের খাঁচা,
হাসিস যদি একটু তাজা।
আমার যখন কেউ থাকেনা,
থাকিস তুই বন্দী হয়ে,
আমার খাতায়-
রাখি তোকে ফন্দি করে,
বৃষ্টি আসে দিনের বেলায় ,
তোকে নিয়ে ছাতার তলায়,
হচ্ছি আমি বেসামাল- তোর স্পর্শে!
চাইছি তোকে আরো কাছে,
বুকের মাঝে-
নিঝুম রাতে,
বৃষ্টি শেষের শান্ত হওয়ায়।।