আমি ভালো নেই

আমি ভালো নেই
একলা চাঁদের জোছনার আলোয়!
রাতজাগা কালশিটে চোখে স্বপ্ন পোড়ে।
হারিয়ে যায় সমস্ত চাওয়া পাওয়ার মানুষগুলো,
মুঠোফোনের রিংটোনের নিস্তব্ধতায়!
স্বার্থপর শহর রাখেনা কারো খোঁজ।
প্লাস্টিকে মোড়া কথার দাম সস্তা এখানে!

আমি ভালো নেই
গল্পে মোড়া বখাটে প্রেমে!
প্রেমিক প্রেমিকার ইগোয় যেখানে
সম্পর্ক দমবন্ধ হয়ে মরে।
গলা জড়িয়ে যাওয়া শুকনো কথায়!
তোমার হার না মানা অবাধ‍্যতায়।
গভীর রাতের সঙ্গী হীন সমবেদনায়!
অবহেলিত ভালোবাসার গোপনীয়তায়!

আমি ভালো নেই
রবীন্দ্রসঙ্গীতের সান্ধ‍্য আড্ডায়!
সিগারেট চায়ের খুচরো তর্ক বিতর্কে!
রাজনৈতিক সংকট কিংবা সমাধানের
জঘন‍্য খুনোখুনির রাজত্বে!
বোবা অলিগলিরা আজো একপেশে,
ক্ষুধার্ত পাকস্থলী নিয়ে ঘোরে

আমি সত‍্যিই ভালো থাকতে পারি না,
মনের অবাধ‍্যতায়, তোমার আশকারায়!
অপ্রেমের মাত্রাবিহীন ছন্দের কবিতায়!
বর্ণণাহীন সমাজের ভেদাভেদের গল্পকথায়!
জানালায় হাত বাড়ালেও যেখানে শহুরে দূরত্ব
তোমায় আমায় দূরে ঠেলে দেয়!
সেই শহরের ইটপাঁজরেও ভালোবাসা লেগে থাকে,
বিচ্ছেদের আগে শুধু খুঁজে নিতে হয়!

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *