দুর্গা বিসর্জনের সময় হয়ে এসেছে,
লোকজনের ভিড়ে ঠাকুরদালান গমগম করছে,
দেবী বরন সেরে সকলে সিঁদুর খেলছে।
চারপাশে সব সিঁদুর মাখা মুখ,
ঢাকের তাল বলে উঠেছে,
ঠাকুর থাকবে কতক্ষন,ঠাকুর যাবে বিসর্জন!
হইচই, ঢাকের আওয়াজ পেরতে পারছে না দুর্গার ক্ষীন স্বর।
দুর্গা, ওই যে পাশের বস্তিতে থাকে,
ভারী মিষ্টি মেয়ে, ওই বছর দশেকের হবে,
কি সুন্দর দুটো টানাটানা চোখ আর এক মুখ হাসি,
ওই চোখ দুটোতে আজ বড় যন্ত্রনা,
তার সারাদেহ সিঁদুরেলাল,
আর মুখে একটা গোঙানির শব্দ..
ঝোপের আড়ালে পড়ে আছে দুর্গার রক্তাক্ত, খোবলানো দেহটা,
বিসর্জনের সময় হয়ে এসেছে,
ঠাকুরদালান থেকে ঢাকের আওয়াজ আসছে
ঠাকুর থাকবে কতক্ষন, ঠাকুর যাবে বিসর্জন…..
দুর্গা বিসর্জনের সময়…
Facebook Comments Box