বসন্ত, অন্য ডালে
সন্ধের সন্ধিক্ষণে যখন আকাশ,
নীলচে স্নিগ্ধতায় দৃষ্টি নিক্ষেপ করে, বসন্ত সোহাগ জাগায়—
আড়ালে আবডালে তখন খুঁজে বেরাই তোমাকে…
হ্যাঁ তোমাকেই!
লুকিয়ে রয়েছো না জানি কোনো এক আদিম গুহায়।
কোনো গাছের খোপড়ে বা কোনো পাতার ছায়ায়, হয়তো—
শান্ত শিবির তৈরি হয়েছে তোমায় ঘিরে।
সেখানে, ক্লান্ত আবেশ ছড়ায় শুধুই ঘুম-চোখ।
সূর্য অস্ত যায়,
আর তুমি হিসেব রাখো মানব সভ্যতার…
তোমার লালচে-হলুদ আস্তরণ আকাশে ওড়ে।
যেতে যেতেই সুখের কথা বলে—
যে সুখ হৃদয়ে কম্পন এনেছিল, কোনো এক মিলন বেলায়…
তুমি আজ অনেকদূরে, অন্য পাড়ে।
কাঁটাতার আলাদা করে যে সুখ,
বহুদূরেও কেবল তারই মুখ।
আলোয় আলোয় অন্য গান লিখে বেরায় সে—
যার হৃদয়ের ভাঙন ধরা দেয় চির ধরা বাসায়,
যার স্রোত বলে চলে ফুল ফোটার আশা।
বসন্ত ধরা দেয়না প্রত্যেকটা শিরায়…