আমি দাড়িয়ে ছিলেম দরজার ওপারে
অপেক্ষার অবসরে-
উঁকি মারছিলাম পুরনো স্মৃতির গোচরে,
আর ভাবছিলাম,
মুল্য কি পাব এই প্রতিক্ষার?
নাকি ভাববই সারা জীবন-
ভাগ্যের খাতায় আছে কি লেখা!
দরজা খোলা ছিল তাও পারছিলাম না ঢুকতে ;
সাহস ছিল না আগের মতন;
সাহস ছিল না এগিয়ে যাওয়ার;
বিশ্রী ভাবনার গোচরে ঢুকতে ঢুকতে –
যেন নিজেকেই হারিয়ে ফেলেছি
নিজের স্মৃতি থেকে যেন-
নিজেই মুছে যাচ্ছি।
কিন্তু আমিও চাই দেখতে –
কেমন আছিস তুই এই –
অভিশপ্ত জ্বালায় নিজেকে না পুড়িয়ে।
আমিও চাই দেখতে তোর প্রতীক্ষার অবশেষ।
আমি আছি দাঁড়িয়ে তোরই অপেক্ষায়।