এ মন আজ ব্যস্ততার ভিড় ঠেলে
হয়ে পড়েছে দলছুট,
হন্যে হয়ে ডাকবাক্স হাতরাচ্ছি
যদি পাওয়া যায় তার নামে কোনো চিরকূট।
অনেক মন খারাপের গল্প জমেছে,
বৃষ্টিটা না হয় সময় নিয়ে শুনতে আসুক,
আজ না হয় সেই হলুদ পাখিটা
হারানো গল্পটাকেই অকারণে ভালবাসুক।
নোনা জলে গাল ভিজেছে,
সুখের ঠিকানা আজ বহুদূর,
রাতভোর নিশব্দে হয়ে চলছে ভিতরের ভাঙচুর।
বালিশটাও জানে ক্ষতের সংখ্যা
গুনতে গুনতে বেডরুমটাও আজ ক্লান্ত,
সে তো নতুন সুখের সন্ধানে
কিন্তু এ মন যে প্রাক্তনেই নিহত।
অবসরে এ মন বড়ই ভয়ঙ্কর
অনবরত চলতে থাকে স্মৃতির আনাগোনা,
বুকের বাঁ-পাশে যার বাস
আজ সে কেন এত অচেনা?
অবসরে এ মন…
Facebook Comments Box