ওরা আজকাল শুধু ভিডিও গেমে মত্ত,
তাই, জানেনা গল্পের বইয়েরা কথা বলে—
ওরা আজকাল খেলতে যায়না মাঠে,
তাই, সন্ধেয় মাঠে জোনাকিরা একলা জ্বলে।
ওরা আজকাল ভুলে গেছে চিঠি লেখা,
তাই, ডাকবাক্সটা আজ খালি পড়ে থাকে—
অাদতে ওরা আজকাল বাঁচতে ভুলে গেছে,
তাই, ছেলেবেলা আজও হাতছানি দিয়ে ডাকে।