তুইনামচা
তুই,
আমার রোজ সকালের
স্কুলের তাগিদ,
না ইচ্ছেদের ভোর—
তুই,
আমার শার্টের বোতাম…
খেই হারানো হিন্দি গানের তোড়!
তাই,
তোকে আগলে রাখি
কাঁধের বালিশ, আঙুল-ঘেঁষা প্রেম…
তোর,
আমি হারিয়ে ফেলা
লাস্ট কলেজের ফ্রেম!
আজ,
তোকে খুঁজতে গিয়ে
ডুবসাতারে মন…
তাই,
তোকে মাসের দূরে
দেখতে চাওয়ার ভীষণ আয়োজন!
কাল,
যখন মন ফেরেনি
স্টেশন গেছি ছেড়ে…
মন,
কেবল খুঁজছিল তাই
তোর মতোকে, বিকেল-রাতের পরে!
আজ,
তুই সত্যি দূরে
দূরত্বতেই রই…
তুই,
আমার আলগোছে রাগ…
গলার ভাঁজে সই!
তাই,
আজ কাজল ঘাঁটা,
আঁচল জড়ানো বুক…
তুই,
আমার আবদার নোস!
ভীষণরকম সুখ!