বিভেদ-বিচার
আমরা-ওরা, বিভেদ হানো?
ছিলনা,
আর নেই কখনো।
ছোট্টবেলার টিফিন বিকেল,
পায়েস-সিমাই, লাচ্ছা-রুটির সই…
ভাগ করে খাই, আদরবাসায় রই।
তোমরা যারা দাগ টেনেছো,
তাদের বলি—
আমরা দুজন একই সাথে,
পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ি।
আমরা দুজন মুখিয়ে থাকি
দুর্গাপুজোর, নবান্নরও।
গোধূলিবেলার প্রতি শনিবারও যা,
রমজানের রোজার পরও
আমরা দুজন সন্ধেবেলা,
প্রদীপ জ্বালি একই সাথে।
আমাদের হৃদয়ে কোরান, আর কণ্ঠে গীতা ওঠে,
আমাদের রাত কখনো, দাঙ্গায় না—
আদর মাখে।
আমাদের দিন একই সাথে,
যুগান্তরের স্বপ্ন দেখে।
আমাদের প্রেম
না না, প্রেম নয় তো
ভালোবাসার সাক্ষী হয়ে— দাঁড়িয়ে থাকে।
পঞ্চপ্রদীপ, আতরদানি…
আচার্যরই মহম্মদে।।