শহরটা আজ খুব ভিজুক,
আমি-তুইও ভিজব খুব,
ফিরে যাব সেই বিকেলে
অতীত বেলায় দিচ্ছি ডুব।
সেই যেখানে লাটাই ঘুড়ি,
আচার খাওয়ার সেই ছাদে,
সেই যেখানে আটকে আজও
আমার অতীত খুব কাদে।
সেই যেখানে মশলা মুড়ি
লোডশেডিং আর গল্প খুব,
সেই যেখানে মান অভিমান
শব্দ গুলো আজ চুপ।
সেই যেখানে পড়ার মাঝে
আনমনা মন, জানলা ধারে!
চল ফিরে যাই সেই বিকেলে
অতীত স্মৃতির হাত ধরে।
সেই যেখানে অনেক কথা
শব্দ হাসি অনর্থক,
চল ফিরে যাই সেই বিকেলে
বৃষ্টিটা আজ সাক্ষী থাক।
বৃষ্টিটা আজ রাস্তা ভেজাক
মুছুক সব জমা ধুলো,
মান-অভিমান মুছুক সব
ঝাপসা হোক চোখ গুলো।
বৃষ্টিটাকে সাক্ষী রেখে
বর্তমানে অতীত আসুক,
অপেক্ষাকে সত্যি করেই
বৃষ্টিতে আজ শহর ভাসুক।