আমি হাজার বছর আর মুখ খুলবনা
দাঁতে দাঁত চেপে পড়ে থাকব
তোমার ঠোট গুলো ছুয়ে দেখবনা
শুধু সেদিন, যেদিন-
আকাশ চুইয়ে ভালবাসা ঝরবে
সেদিন আমি আকাশের দিকে তাকিয়ে
হাঁ করব,
গোগ্রাসে গিলবো ভালবাসা
সিটিয়ে ফেলব নিজেকে ভালোবাসায়
সেদিন জলের কোল ছাড়তে নদী বইবে
আমার ঘরময় বালির চর,
নদীতে বসে বালিতে পা ডোবাবো,
সেদিন আমি মুখ খুলে বালি ঝরাব।
Facebook Comments Box