ভালোবাসা কাকে বলে তা আমি জানিনা!!
তবে তোমার চোখে নিজেকে খুঁজতে ভালো লাগে।
তোমার কষ্টে এ হৃদয়েও বেদনা জাগে।
তোমার ইচ্ছা মতো নিজেকে সাজাতে ভালো লাগে।
তোমার হাতে হাত রাখলে এ মনে বিদ্যুৎ বয়ে চলে।
শোন একেই যদি ভালোবাসা কয় ,
তবে, ভীষণ রকম ভালোবাসি তোমায়।।