যেখানে স্বপ্ন জলছবি আঁকে,
আর ইচ্ছেরা বাধাহীন,
কাব্যে তুমি খুঁজবে সে দেশ,
যেথা হাসিরা অমলিন৷
স্মৃতিরা সেথা জমায়েত করে,
শ্লথ হয়ে অাসে গতি,
এ আদতে সেই রূপকথা-দেশ—
যেথা অবাধ্য অনুভূতি…
কবিতা সেখানে শাণিত অস্ত্র,
যোগ্যতা হাতিয়ার,
প্রেমই সেথায় বিদ্রোহ-বাণী,
অজ্ঞতা কারাগার৷
মন সেখানে হারায় না পথ,
চেনা মুখোশের ভিড়ে৷
আমার বসত সেই দেশেরই
ইচ্ছেনদীর তীরে৷