শুনেছি মরার পর নাকি মানুষকে
খুব পবিত্র দেখায়,
তাই প্রতি সকালে আমি সাদা-
কাপড় গায়ে ঘুমোতে যাই।
সারারাত ধরে অকাজ করে
কাজের সময় ঘুমোই
অপেক্ষা করি কখন আসবে রতি,
একদিন এসে দেখো-
আমাকেও কতটা পবিত্র লাগে,
কতটা নরম আমি,
তুমি বললে শরীরটাকে শীতল-ও
করে ফেলতে পারি।
শুধু দেখে যেও আমার সাদা
কাপড়ে বেঁচে থাকা।
মরতে বসে আমি মরতে পারিনা,
তোমার অপেক্ষায় দিন চলে যায়,
রতি তুমি আসবেনা বলে-
আমার মরা হয়না।