কলম জুড়ে নিখাদ প্রেম
যৌনতায় নাকি বিষ মিশে?
এদিকে প্রেমিক তুমি শরীর খোঁজ
শুধু লিখতে গেলেই নাকি বেশ ক্লিশে!
হৃদয় যদি শরীর ছোঁয়,
তাতে আর দোষ টা কি?
তবু আপনি খারাপ বলেন ,
আচ্ছা!
বাসে নোংরামো করা লোকটাকে
কখনো বলেছেন ?
“ও মশাই! হচ্ছে টা কি?”
নাহ! বলেননি।
জানা আছে ভালো,
শুধু সারাজীবন এটাই ভাবলেন
লোকে কি ভাবলো?
আর কত দিন ভালোবাসা বাঁচবে এ শহরে?
হাঁপিয়ে উঠছি সবাই প্রায়,
অনুভুতিগুলো চাপা পড়েছে যান্ত্রিকতার চাদরে।
তবুও স্বপ্ন দেখি আমরা
ফিরবো আবার রামধনু ছড়িয়ে,
প্রেম – যৌনতা হোক্ না সমানুপাতিক!
কাছের মানুষ থাকুক জড়িয়ে।
এমনি করেই ফিকে হওয়া বিকেল
আবার ফেরে সবুজ ঘাসে,
বাঙালী এখনও মজে
প্রেম আর রবীন্দ্রনাথে।
প্রেম যৌনতা হোক্ সমানুপাতিক, প্রেম থাকুক যৌনতায় মিশে
Facebook Comments Box