সমার্থক
তুমি আর কি জেনেছো, লাস্ট সীনের মিথ্যাচারে,
ভালোর পরে দাগ খোঁজোনি, পূর্নচ্ছেদেই রাশ টেনেছো, সেমিকোলোনের ধার ধারোনি!
দেশলাইয়ের বারুদ তুমি,
তাই ভেবেছো জাহির করে নিজের তাকে,
ভুল করোনি!
একটু শুধু ভুলে গেছো,
দেশলাইটার বাক্সটাতেও,
বারুদ থাকে,
যাকে ছাড়া কেউ জ্বলেনি।
আজ অবধি, রাশ টানেনি।
কথার ভাঁজে, দেওয়াল ভাঙার শব্দ শুনে…
চুপ করোনি।
কেবল তোমার দেশলাইয়ের বাক্স সমান ‘দায়িত্ব’টাকে,
মুখ চেপেছো, বারংবারের থিসিস্ মেনে!
গোঙানির আওয়াজ শুনে,
তাও থামোনি!
তুমি আর কি জেনেছো, লাস্ট সিনের মিথ্যাচারে,
বালিশ ভেজা স্বপ্নগুলোর, খোঁজ রাখোনি…
জ্বরে পোড়া বারুদের ওই কপালে,
হাত রাখোনি,
নিজের ভুলেও, খোঁজ রাখোনি।।