Kota Factory , হাজারো স্বপ্নের কথা বলে

প্রায় একমাস আগে ইউটিউবে TVF originals বলে একটি চ্যানেলে Kota factory নামে কোনও এক ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পায়।
হ্যাঁ নাম শুনে উত্তেজনা না জাগলেও ট্রেলারে ছিলো বেশ কিছু চমক।এটা যে অন্যরকম কিছু তা বুঝতে বাকি থাকলো না কিছুদিন পরেই।

যেদিন প্রথম সীজনের episode-1 প্রকাশ হয় youtube এ।বেশীদিন লাগেনি এটি “Viral” হতে। অনেকের মতে Kota Factory-এর গল্পের সাথে আমাদের জেনারেশন নিজেদের খুব ভালো কানেক্ট করতে পেরেছে।

এরপর একে একে প্রকাশিত হয় আরও চারটে এপিসোড। প্রতিটি এপিসোডই অসাধারন।
সকলের অভিনয়ও প্রশংসনীয়। তবে মন কেড়েছে একজন একটু বেশীই। ইনি হলেন জীতু ভাইয়া ওরফে জিতেন্দ্র কুমার। বন্ধুসুলভ কোচিং শিক্ষক হিসাবে তার অভিনয়ে মুগ্ধ সবাই।

এবার আসি গল্পে ,তবে এ গল্পো অনেকেরই। প্রত্যেক বছর হাজারো ছেলে মেয়ে চোখে একরাশ স্বপ্ন নিয়ে Kota যায়।কোনও দামী কোচিং ইনস্টিটিউটে ভর্তিও হয় ডাক্তার বা ইন্জিনিয়ার হওয়ার আশায়।

সেখানে গিয়ে তারা কি কি সমস্যার সম্মুখীন হয়,তাদের জীবন কিভাবে বদলে যায় ,এই Kota আদপে কেমন শহর এই নিয়েই গল্পো ।

এই গল্পের প্রধান চরিত্র বৈভব কী ভাবে নিজেকে তথাকথিত ” mediocre” থেকে one of the toppers হিসাবে উন্নীত করে তা আমরা দেখতে পায় এই সীজনে।
Kota factory নিয়ে মেতে এখন সবাই । মন ছুঁয়েছে অনেকের।

Kota থেকে কোটিতে পৌঁছতে বেশি সময় লাগেনি। এখন সবার অপেক্ষা Kota সীজন-2 .
তখন না হয় আবার অন্য গল্পো হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *