” মঙ্গল মিশনে ” অক্ষয় কুমার -এই 15ই আগস্ট।প্রকাশিত হলো ” মিশন মঙ্গল ” ছবির টিসার।
মঙ্গল গ্রহের গ্রহাণু ও গ্রহের স্থান অনুসন্ধানের জন্য নভেম্বর 2013-এ ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) দ্বারা তৈরী হয়েছিল মঙ্গলগ্রহের মিশন (এমওএম) ।
এর ওপর ভিত্তি করে তৈরী হয়েছে জগান শক্তি দ্বারা পরিচালিত ” মিশন মঙ্গল “।
টিসার এর বিষয় বস্তু :
45 সেকেন্ডের টিসারে দেখানো হয়েছে চলচ্চিত্রের স্টার কাস্ট।
যার মধ্যে রয়েছে বিদ্যা বালন, সোনাক্ষী সিনহা, তাপশি পান্নু, কীর্তি কুলহারি এবং নিত্যয় মেনন।
এই ট্রেলারটি বেশ কয়েকটি এমন রোমহর্ষক মুহুর্ত দেখা যায় যার জন্য এই সিনেমা দেখার ইচ্ছে আরো বেড়ে যায় ।
ভারতীয় মহাকাশ গবেষণার জন্য মাইলফলক হিসেবে অভিযান চালানো বিজ্ঞানী হিসাবে অক্ষয় কুমারকে চিত্তাকর্ষক দেখায়।
মঙ্গলবার টিজারের উদ্বোধন করে অক্ষয় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন: “এক দেশ। এক স্বপ্ন। এক ইতিহাস। মঙ্গল গ্রহে ভারতের মহাকাশ অভিযানের সত্য ঘটনা । ”
এর আগে চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে অক্ষয় বলেছেন-
যে মিশন মঙ্গল একটি মুভি যা তিনি বিশেষ করে তাঁর মেয়ের জন্য এবং তার বয়সের অন্যান্য সন্তানদের জন্য করেছেন।
“মিশন মঙ্গল, একটি এমন সিনেমা যা আমি আশা করি যতটা বিনোদন করবে, ততটাই অনুপ্রাণিত করবে।
আমার মেয়ে এবং তার বয়সী শিশুদের জন্য আমি বিশেষভাবে একটি চলচ্চিত্র তৈরি করেছি।
যা ভারতের মঙ্গল মিশনে এর লক্ষ্য নিয়ে তৈরী অবিশ্বাস্য সত্যিকারের গল্পের সাথে তাদের পরিচিত করে তুলবে ” তিনি টুইট করেছেন।
এই ছবিটি ভারতীয় সিনেমাতে একটি ল্যান্ডমার্ক হয়ে উঠছে বলে আশা প্রকাশ করেন অক্ষয়।
এছাড়াও হলিউডের বিজ্ঞান ভিত্তিক -ফিল্ম ‘স্টার ট্রেক’ এবং ‘স্টার ওয়ার’ এর মতো হতে চলেছে বলে তিনি বলেন ।
অক্ষয় বলেন, “বেশ কয়েক বছর ধরে হলিউড স্টার ট্রেক, স্টার ওয়ারস, গ্রাভিটি প্রভৃতি চলচ্চিত্র এবং টিভি শো তৈরি করেছে ।
এটি আবিষ্কারক, বিজ্ঞানী এবং অনুসন্ধানকারীর একটি সম্পূর্ণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।
আমি সর্বদা এমন একটি চলচ্চিত্রের অংশ হতে চেয়েছি। একটি সিনেমা যা আমাদের ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করে। কল্পনা ও কৌতূহল উদযাপন করে ।
15 আগস্ট মুক্তি পাবে ছবিটি।
এখন এটাই দেখার অক্ষয় প্রতিবারের মতন এবারেও দর্শকের মন জয় করতে পারেন কিনা ।