পেরু বনাম ডেনমার্ক! আমার কাছে ম্যাচটা বেশ interesting কারণ ম্যাচটা কাটায় কাটায় হবে। এদের friendly ম্যাচের statistics একটু দেখে নেওয়া যাক।
এবার হয়তো এই রেকর্ডটার ভিত্তিতে সেরকম কিছু বলা যায়না তবু আপেক্ষিক দৃষ্টিভঙ্গিতে দেখলে আমি পেরুকেই এগিয়ে রাখব। পেরু নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে পরাজিত করে inter-confederation কাপের play-offs-এ দক্ষিণ আমেরিকার qualifying দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে অবস্থান করে। এবারে পেরু নিজেদের পঞ্চমতম বিশ্বকাপে অভিষেক ঘটায় এবং ইংল্যান্ড, উরুগুয়ে, কলম্বিয়া এবং ক্রোয়েশিয়ার মতন দেশকে পিছনে ফেলে বিশ্বের ১১তম স্থানে অবস্থান করে। Ricardo Gareca-র দল পাঁচটি international friendly ম্যাচে total 10 টি গোল করে এবং তাদের মধ্যে চারটি ম্যাচে জয়ী হয়। ডেনমার্ক এবারের টুর্নামেন্টের সবচেয়ে আশ্চর্য প্যাকেজ প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছ। এদের সবচেয়ে star player-গুলো এদের top order-এ রয়েছে। Eriksen এমন একজন খেলোয়াড় যিনি ডেনমার্কের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তিনি ১১-টি total গোল করেন যোগ্যতামূলক ম্যাচে। তিনি যুগ্মভাবে সর্বোচ্চ তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন। এবার Hareide আর
Ricardo-র মধ্যে লড়াইটা কে জেতে সেটাই দেখার অপেক্ষা রইল!