রজার-রাজ

রজার-রাজ

”36 Years 195 days… Roger Federer Continues to raise the bar in our sport”
—Andre Agassi

রটারডামে এবিএন অ্যামরো ওয়ার্ল্ড টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রবিন হাসকে হারাতেই করতালিতে ফেটে পড়ে স্টেডিয়াম, ২০১২ সালের পর রজার ফেডেরার আবার এটিপি র‍্যাঙ্কিংয়ের শিখরে৷ টেনিস দুনিয়ায় ৩৬ বছরের অবিশ্বাস্য বয়সে ১ নম্বরের আসন ছিনিয়ে নিলেন তাঁর পুরোনো প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের থেকে৷ এবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পরে, ফেডেরার ও নাদালের মধ্যে ফারাক কমে দাঁড়ায় ১৫০ পয়েন্টের৷ পয়েন্টের হিসেব নিকেশ অনুযায়ী বলা হয়, রটারডামে কোয়ার্টার ফাইনাল জিতলেই পাঁচ বছর পর ফেডেক্স আবার উঠে আসবেন ১ নম্বরের আসনে, সেটাই বাস্তবায়িত হল৷

এটিপি র‍্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে বেশী বয়সী বিশ্বসেরা হিসাবে ইতিহাস গড়লেন ফেডেরার, পিছনে ফেলে দিলেন টেনিস তারকা আন্দ্রে আগাসিকে (৩৩ বছরে বিশ্বসেরা)।
শেষ আটে প্রথমসেটে লড়াইয়ে হাস ৪-৬ এ জিতলেও, পরের দুটি সেটে হাসকে অসহায় দেখায় ফেডেক্সের সামনে৷ ম্যাচের স্কোর দাঁড়ায় ৪-৬, ৬-১, ৬-১৷ রটারডামের টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে একটি বিশেষ ট্রফি দেওয়া হয় তাঁর এই কৃতিত্বের জন্য৷
ম্যাচের পর ফেডেরারের মন্তব্য, ‘‘What a amazing run and a journey it has been for me throughout”

২০১২ সালের জুলাইয়ের পর থেকে ২০১৭ সালের জানুয়ারি, প্রায় এই সাড়ে চার বছরে একটাও গ্র্যান্ড স্লাম জেতেননি ফেডেরার, এই সময়ে টেনিস দুনিয়ায় তাঁর অবসর নিয়ে অনেক সমালোচনা হতে থাকে৷ এই অন্ধকার সময়ে কখনোই তিনি নিজেকে হারাতে দেননি, ফেডেরারকে একাধিকবার বলতে শোনা গেছে, ”বয়স একটি সংখ্যা মাত্র”।
কেরিয়ারের খরা সময় কাটিয়ে উঠে আবার বিশ্বসেরার মুকুট পড়ে ফেডেক্সের মন্তব্য, ”GETTING TO NO.1 AND ENJOYING IT RIGHT HERE AT 36. ALMOST 37 YEARS OLD, IT IS AN ABSOLUTE DREAM COME TRUE, I CAN’T BELIEVE IT.”

তিনি তাঁর কেরিয়ারের ৩০৩ সপ্তাহ বিশ্বসেরা, যা একটি বিশ্বরেকর্ড৷ (ফেব্রুয়ারি ২০০৪ থেকে আগষ্ট ২০০৮, জুলাই ২০০৯ থেকে জুন ২০১০, জুলাই ২০১২ থেকে নভেম্বর ২০১২)।
এখনও অবধি ফেডেরার টেনিস কেরিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম (৮টি উইম্বলডন, ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ৫টি ইউ.এস ওপেন, ১টি ফ্রেঞ্চ ওপেন ), ৯৭ টি এটিপি খেতাবের অধিকারী এবং গ্রাস কোর্টে টানা ৬৫ ম্যাচ জেতার রেকর্ড ও তাঁর অধীনে৷
ফেডেক্সের এই প্রত্যাবর্তনে কিংবদন্তী বরিস বেকারের মন্তব্য, ”ফেডেরার ইতিহাস লিখেই চলেছে৷ সর্বকালের সেরা”
রড লেভার বলেছেন, ”তুমি যে জায়গায় থাকা উচিত, সেখানেই ফিরে এলে৷ অভিনন্দন বন্ধু!”
প্রায় পাঁচ বছর বিরতির পর আবার টেনিস দুনি়য়ায় ফিরল রজার-রাজ, এই রাজত্ব কতদিন স্থায়ী হয় এটাই দেখার এবার, কিন্তু রজার ভক্তরা খুব আশাবাদী তিনি অতি শীঘ্রই তাঁর ”এটিপি খেতাবের” সেঞ্চুরি পূরণ করবেন৷

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *