Morocco vs Iran Match Predictions, World Cup 2018 Betting Tips/Odds!
১৪ই জুন গোটা বিশ্ব সাক্ষী থাকল ২১তম বৃহত্তম ক্রীড়া আনন্দ উৎসব “FIFA WORLD CUP”-এর। ৮৮ বছর পুরনো হলেও, বয়সের সাথে এর উত্তেজনা চরমে পৌঁছেছে তা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টের পাওয়া গেল। এই বিশ্বকাপের প্রাণকেন্দ্র এবার রাশিয়া। ১৫ই জুন রাশিয়ায় সংগঠিত এই বিশ্বকাপের তৃতীয় ম্যাচটি গ্রুপ-বি-এর MOROCCO ও IR IRAN এর মধ্যে SAINT PETERSBURG স্টেডিয়ামে হতে চলেছে।
এবার এই ম্যাচের জন্য MOROCCO ও IR IRAN-এর সম্ভাব্য লাইন আপ দেখে নেওয়া যাক—
MOROCCO:
Monir El Kajoui (GK)
Hamza Mendyl (DF)
Romain Saiss (DF)
Mehdi Benatia (DF)
Achraf Hakimi (DF)
Hakim Ziyech (MF)
Mbark Boussoufa (MF)
Younes Belhanda (MF)(c)
Karim El Ahmadi (MF)
Noureddine Amrabat (MF)
Khalid Boutaib (FW)
IR IRAN:
Ali Beiranvand (GK)
Milad Mohammadi (DF) (c)
Morteza Pouraliganji (DF)
Roozbeh Cheshmi (DF)
Pejman Montazeri (DF)
Masoud Shojaei (MF)
Ehsan Haji Safi (DF)
Omid Ebrahimi (MF)
Vahid Amiri (MF)
Sardar Azmoun (FW)
Alireza Jahanbakhsh (FW)
MOROCCO ও IR IRAN-এর ২৩ জনের স্কোয়াড থেকে ১১ জনের সম্ভাব্য লাইন আপ এটি। এই ১১ জনের স্কোয়াড এর মধ্যে তারকা খেলোয়াড়রা হল—
STAR PLAYERS :
MOROCCO:
Mbark Boussoufa – D.O.B- 15.08.1984;
Mid Fielder;
1st Fifa World Cup.
Mehdi Benatia – D.O.B- 17.04.1987;
Defender;
1st Fifa World Cup.
এছারাও MOROCCO এর BOUNOU, HAKIMI. Benatia, N. Amrabat কে নিয়ে খুব আশাবাদী MOROCCO সমর্থকরা।তবে Nabil Dirar কে নিয়ে অনিশ্চয়তা এখনও আছে।
IR IRAN:
Alireza Jahanbakhsh- D.O.B- 11.08.1993;
Midfielder;
2nd Fifa World Cup.
Sardar Azmoun- D.O.B- 01.01.1995
Forward;
1st Fifa World Cup
তবুও IRAN এর Saeid Ezatolahi সাসপেন্ডেড থাকায় ম্যাচের ফলাফলে পরিবর্তন আসতে পারে। এছাড়াও Mehdi Taremi এবং Askhan Dejagah সম্বন্ধে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। সব মিলিয়ে IRAN এর দলে সামান্য দুর্বলতা দেখা দিয়েছে।
HEAD COACH
MOROCCO: Hervé Renard
IR IRAN: Carlos Queiroz
জেনে নিন!
১। দীর্ঘ ২০ বছর পর MOROCCO আবার Fifa World Cup এ চান্স পেল।
২। MOROCCO এখন ১৮ টি ম্যাচে অপাজিত, যা বিশ্ব বিশ্বকাপে সার্বিয়া, নাইজেরিয়া, কোরিয়া রিপাবলিক এবং মিশরের বিপক্ষে খেলছে। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে শুধুমাত্র বেলজিয়াম (১৯) এবং স্পেনের (২0) ভাল রেকর্ড আছে।
৩। MOROCCO ও IR IRAN দুজনেরই পঞ্চমবার Fifa World Cup খেলা।
ফ্যান ভোটে MOROCCO এগিয়ে থাকলেও বড়ো ম্যাচে নিশ্চিত কিছু বলা যায় না, কোনো predictions হয়না। তাই পেপার ফ্যাক্ট এক্ষেত্রে কিছুই না, খেলাটা মাঠে হয়।