দক্ষিণ ২৪ পরগনার একটি প্রত্যন্ত গ্রামে মা, বাবা আর ভাইয়ের সাথে বাস করে তিতলি। গ্রামের স্কুলে ক্লাস নাইনে পড়ে সে। তিতর স্বপ্ন বড় হয়ে সে পুলিশ অফিসার হবে। টানাটানির সংসারে দুবেলা খেতে পাওয়াই যেখানে দুস্কর, সেখানে এই স্বপ্ন দেখা বিলাসিতার সমান। কিন্তু তবুও তিতলি তার স্বপ্নটাকে বুকে আঁকড়ে ধরে লড়াই করে চলেছে। কল্পনায় মাঝেমাঝেই সে পাড়ি দেয় হায়দ্রাবাদের সেই পুলিশ ট্রেনিং আ্যকাদেমীতে, যেখানে আই. পি. এস অফিসারদের ট্রেনিং হয়। তার স্বপ্নপূরণে সাহায্য করতে তিতলির বাবা তাকে হাজার অনটনের মধ্যেও কোচিং সেন্টারে ভর্তি করে দিয়েছেন। একটু একটু করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে তিতলি।
অবশেষে তিতলির স্বপ্নপূরণ হয়েছে। এখন সে হায়দ্রাবাদের পুলিশ ট্রেনিং আ্যকাদেমীতে আছে। এই কয়েকদিনে আই. পি. সি-এর অনেকগুলো ধারাও মুখস্থ করে ফেলেছে তিতলি।
আর তিতলির এই স্বপ্নপূরণের কান্ডারি হল একটা কেউটে সাপ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে এই সাপটার ছোবলে মারা গিয়েই তো তিতলি আজ তার স্বপ্নের জায়গায় এসে পৌছতে পেরেছে।