“Ab phirse jab baarish hogi…”
আজকে যখন অাবার শহর ভিজবে অঝোর ধারায়,
ক্ষণিকের জন্য গাম্ভীর্য্যের খোলস ছেড়ে বেরিয়ে আসবে তোর চেনা সেই উচ্ছল কিশোরী মনটা—
আমি আবার কাগজ-পেন নিয়ে বসবো কাব্যি করতে!
মন চলে যাবে জানলা পেরিয়ে বাহির পানে,
ততক্ষণে ঝোড়ো হাওয়ায় বৃষ্টির ফোঁটারা এসে ভিজিয়ে দেবে আমার ভাবনাদের,
ভিজে মনটা সোঁদা মাটির গন্ধ নেবে।
মন হাঁটবে সময়ের উল্টোদিকে স্মৃতির সরণি বেয়ে,
আমাদের গল্পটা ফ্ল্যাশব্যাকে চোখের সামনে ভাসতে থাকবে।
আমি প্রেম ছেড়ে বাস্তব লিখতে বসেও, লিখতে ফেলব দু-একটা ভিজে প্রেমের কবিতা!
বাস্তব এসে অনুযোগ জানাবে ভীষণ,
শুনে আমি চোখের কোণে জমিয়ে বলব—
রোদ ঝলমলে দিনগুলো তো বর্তমানে বাঁচি,
এমন বৃষ্টিদিন না হয় অতীতকেই দিলাম…