কাঁটাতার, গোলাগুলি,ধর্ম-অধর্ম কে জয় করে ক্লান্ত দুটো শরীর এখন,রাতের আঁধারে এক মলাটে মোড়া মাঝের নদীটা দুটো দেশকে এফোঁড় ওফোঁড় করে বয়ে চলেছে, চিলেকোঠার ঘরের ছোট জানলা দিয়ে তারা দেখছে শয়ে শয়ে পাখির এদিক ওদিক অবাধ আনাগোনা,ওদের মধ্যে কারা ভারতীয় অথবা কারা লাদেশী সেই বিষয়ে কারো কৌতুহল নেই ওদের এদিক ওদিক করতে ভিসা লাগেনা,ভালবাসার মাঝে ধর্ম আসেনা সদ্য প্রাপ্তবয়স্ক দুটো মনের সেদিন প্রথম মানুষ থেকে পাখি হওয়ার ইচ্ছা হল
ইচ্ছার তরীগুলো
Facebook Comments Box