পরশু থেকে তো বসন্তের প্রবল উচ্ছ্বাস শুরু। তবে তাতে কি রমার মতো মহিলারা তা একইভাবে পালন করে ? না হয়ত, কিন্তু তারা হয়ত অনেক খুশি আল্লাদের সাথে রঙ খেলাটা খেলতে পারে এই যা। তাদের কাছে বসন্তের আকাশ কিংবা শাড়ি পরে উৎসব পালন করা স্বপ্নের গল্প। তাতে কি হয়েছে , রমারা তাদের অলি গলি তে কত রঙ নিয়ে ছিটিয়ে দেয় আকাশে, সেখানেই এক অন্য বসন্ত হয় ওটা। আবার কত মানুষের সকাল কিংবা রাত্রি জীবনে বসন্ত এনেছে বারংবার। রমারা অন্য রকম রঙ মাখায়, যেখানে সব রঙ মিশে একটি রঙ হয়, তেমন কিছু।
আমি চিনি এমন রমাদের, তাদের বসন্ত অনেক রঙিন হয়ত কিছুটা বেশি পরিষ্কার।
আমাদের রমা, মনের মতো রঙ খেলে।
এক অন্য বসন্ত
Facebook Comments Box