কাছের মানুষ

কাছের মানুষ

যখন জীবনটা একঘেয়েমি, ব‍্যস্ততা ও হতাশা দিয়ে তৈরি মায়াজালে আবদ্ধ হয়ে যায়;
ঠিক তখনই এমন কিছু মানুষের আগমন হয়,
যারা আমাদের জীবনের মোড়টাকে পাল্টে দিতে আসে।
অনিচ্ছাকৃত ও অপ্রত্যাশিতভাবে তাদের উপস্থিতি কিছুটা হলেও আমাদের এক অন্য অনুভূতি জাগায়, যা বর্ণনাহীন।
আস্তে আস্তে কথা বলা দিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে;
এবং অবশেষে তা বন্ধুত্বের সীমিত সম্পর্ককে ছাপিয়ে যায়।
না না! শুধু প্রেম বা ভালোবাসা যদি ভাবেন তাহলে, ভুল ভাবছেন।
কিছু বন্ধুত্ব প্রিয় বন্ধুর আখ‍্যা পায়…
মনের সবরকম হতাশা, সুখ-দুঃখ ভাগ করা থেকে শুরু করে, আবেগ-অনুভূতি, আদর-ভালোবাসা দিয়ে আগলে রাখে একে অপরকে।
এরকমই কিছু মানুষ জীবনে এসে আমাদের স্বরূপকে চেনায়, পাশে থেকে শক্তি জোগায়…
এইরকম মানুষদের সহজে হারানো যায় না, মন তাদের সাথে বিচ্ছেদ হতে দেয়না।
কখনো কোনো মুহূর্তে ভুল বোঝাবুঝির জন্য এরকম সম্পর্কগুলো থেকে নিজেদের সরিয়ে নেওয়া ঠিক না!
কষ্টটা দুজনেরই হবে, তার মাঝেই একে অপরকে আগলে রেখে সম্পর্কটাকে ভালোবাসতে শিখতে হবে আমাদের।
শিখতে হবে যে কীভাবে একে অপরকে নিঃস্বার্থভাবে ভালো রাখা যায়!

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *