কোহলি ফিরলেন নিজস্বতায়। বিরাট কোহলির ব্যাটের দাপট দেখলো শুক্রবার রাতের ইডেন। অনেকদিন পর চেনা ছন্দে ফিরে এলেন কোহলি।
শুক্রবার আইপিএল ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি হাঁকালেন ক্যাপ্টেন কোহলি। সেঞ্চুরির দিক থেকে এখন তিনি দ্বিতীয়। ক্রিস গেইল ৬ সেঞ্চুরি সহ রয়েছেন সবার আগে।
ওইদিন টসে জিতে কেকেআর বোলিং এর সিদ্ধান্ত নেয়।
ব্যাট করতে নেমে প্রথম থেকেই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন কোহলি। প্রথম দিকে নিজেকে সেট করে নিয়ে টিমকে এগিয়ে নিয়ে যান কোহলি।
অর্ধশত রানের গণ্ডি পেরোন ৪০ বল খেলে। তারপর শুরু হয় রান মেশিনের চার, ছয়ের বর্ষণ।
পরবর্তী ৫০ রান করেন মাত্র ১৮ বলে। কেকেআরের বোলিং এর একের পর এক ধস নামতে থাকে বিরাটের ব্যাটের আঁচড়ে।
কোহলির ১০০ রানের ইনিংসে ছিল চারটি ছক্কা এবং নয়টি চার। ওইদিন কোহলির ব্যাট থেকে দৃষ্টিনন্দন শট্ দেখেছে ইডেন।
কোহলির এই বিরাট পাহাড়ের মতো ইনিংসকে ফ্ল্যাশ জ্বালিয়ে সেলিব্রেট করেছে গোটা ইডেন।
প্রথম দশ ওভারে রানের গতি কম থাকলেও মঈন আলি ও কিং কোহলির বিধ্বংসী ইনিংসে কেকেআরের সামনে ২১৩ রানের টার্গেট খাড়া করে আরসিবি।
জবাবে ব্যাট করতে নেমে ধরাশায়ী ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ে কেকেআর।
কিন্তু নীতিশ রানা ও রাসেলের ব্যাটে ভর করে জেতার মুখে এসে হার স্বীকার করে কেকেআর।
ইডেনে শেষ হাসিটা হাসেন বিরাট কোহলি। চেনা ছন্দে ফিরে আত্মবিশ্বাসী তিনি ও তাঁর টিম।
যদিও প্লে অফের জন্য এখনো অনেক ক্যালকুলেশন বাকি। তবুও কোহলি কর্তৃক এত সুন্দর ইনিংস উপহারে বেজায় খুশি ফ্যানেরা।