ছোট গল্প
–আপনি সেদিন থেকে প্রতি রবিবার আসেন এই বেঞ্চে বসে থাকতে! দু বছর হয়ে গেল!
–হ্যাঁ মিলি তো বলেনি আসব না, তাই আমি অপেক্ষা করছি।
–আরে একটা ফোন/মেসেজ/ চিঠি কিছুতে তো খবর পেতেন।
–মিলি একটা বোবা মেয়ে তারপর ওর জোর করে বিয়ে দেওয়া হয়েছে শুনলাম। আমি তখন হসপিটালে,অসুস্থ। অনেক খুঁজেও খোঁজ পাইনি তো আর।
–তাহলে এমন ভাবে দিনের পর দিন অপেক্ষা করছেন কেন!
–মিলি একদিন আমায় বলেছিল ইশারায় ,”যদি একদিন হারিয়ে যাই জানবে একটা রবিবার এই পার্কে এই বেঞ্চে বিকেল পাঁচটায়। শুধু একবার দেখা করতে।”
সেই থেকে প্রতি সপ্তাহে আসি।
–আমি এলাম।
–সেকি! কেন? মিলি আসুক আলাপ করবেন।
–আপনার মিলি যেন আসে একদিন ঠিক,এই প্রার্থনা করব। তবে প্রেম ভালোবাসা বলে নাকি কিছু হয় না। সব টা মিথ্যে। এইটা বলে আমার মিলি আমায় ছেড়ে গেছে।
ওকে ফেরাতে আপনার গল্পটা বলব। এই ছোট গল্প যার এখনও শেষ টা লেখা হয়নি,হয়তো হবেও না।
–ভালো থাকবেন।
–আপনিও।