ব্যস্ততার মাঝে হারিয়ে যাওয়া কথাগুলো
আমাদের জীবনে কিছু ছোটো ছোটো জিনিস থাকে;
যেগুলো ছাড়া হয়তো জীবন একপ্রকার গতিহীন,
কিছুটা হলেও থেমে যাওয়ার মতোই।
আমরা সেগুলো নিয়ে হয়তো বেশি ভাবিনা কোনোদিনই,
বা ভাবনাগুলো এলেও ব্যস্ততাপূর্ণ জীবন ও অভ্যাসের কারণে তলিয়ে যায় কোথাও!
এই যেমন টুথপেস্ট-ব্রাশ, রোজকার জামাকাপড়, ফোনের কিপ্যাড, ল্যাপটপের চার্জার, প্রিয় সুগন্ধি, ছিঁড়ে যাওয়া প্রেমপত্র আর নিজস্ব কিছু চাওয়া-পাওয়া বা বাবা-মা’র ইচ্ছে।
ভেবে দেখুন, এগুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও আমরা সচরাচর ভেবে দেখিনা যে,
এগুলো ঠিক কতটা জরুরি!
আসলে এসব অভ্যাসের ফল। অভ্যস্ত জিনিসের প্রতি আকষর্ণ একটা সময়ের পর কমে যায়।
অনেকসময় খবরও রাখিনা যে, বাড়িতে কে আসছে,
বা বাবা-মা ঠিকঠাকভাবে খাবার খেলো কিনা!
এতকিছুর কথা ভাবছিলাম নিজের মনেই।
হঠাৎ, পাশের ঘর থেকে ভাইয়ের গলায় গানটা কানে এসে পৌঁছালো—
“নীড় ছোটো ক্ষতি নেই আকাশ তো বড়…”
তারপর, কেন জানিনা চোখের কোণে জল চলে এলো!