একদিন হঠাৎই বড়ো হয়ে গেলাম।
ছোটোবেলায় দোষ করলে মা খুব বকতো মারতো। তখন ১০ বছর আমার, একবার কানের সোনার দুল হারিয়ে আসার পর খুব মেরেছিল কিন্তু পরদিন সকালেই সেই মা আবার কোলে তুলে আদর করে ভালোবেসে ছিল। কষ্ট কি তা হয়তো বোঝার আগেই ভুলে যেতাম ভালোবাসার মলমে।
এখন অনেক বড়ো হয়ে গেছি, কষ্ট লুকোতে শিখে গেছি যে আমরা, আসলে কষ্ট লুকতে নয় কষ্টের ব্যথা গুলোয় কেউ আর ভালোবাসার মলম লাগিয়ে দেয় না, হয়তো মা ও না। তাই হাসি মুখে ঘুরে বেড়াই, কষ্ট গুলো না পারি বলতে না পারি ভুলতে। অনেকে তো আবার কষ্ট, ব্যথা, জমা অভিমান গুলো ন্যাকামি বলে, মেয়েদের ক্ষেত্রে আদিখ্যেতা আর ছেলেদের ক্ষেত্রে তো একটা কথাই হয়ে দাঁড়িয়েছে ছেলেদের নাকি কাঁদতে নেই।
ভালোবাসার মলম এখন খুবই দুষ্প্রাপ্য।
রয়ে যেতে হবে হাসি মুখে,
নিজের দুঃখ গুলো চেপে রেখে…।।