মধ্যবিত্ত-দের জীবন কাহিনী

এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি,
ছোটোবেলা বিলাসিতার মধ্যে কাটলেও, এখন বেশ বুঝি, আমাদের প্রয়োজনের বেশি.., বিলাসিতা করতে নেই।
কথায় কথায় একটা কথায় শুনতে হয়,
অ্যাডজাস্টমেন্ট করতে শেখো।

(ছবি:- সংগৃহীত)

এদের চোখে পাহাড় প্রমান স্বপ্ন থাকে,
কিন্তু সেটা পূরণ করতে প্রচুর কষ্ট করতে হয়।
চাইলেই যখন-তখন টাকা পাওয়া যায়না বন্ধুদের সাথে ফুর্তি করার জন্য।
পুজোর সময় সবচেয়ে ভালো জামাটা কেনার ইচ্ছে থাকলেও, দামের জন্য সেই ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে,সাধ্যমতো জামা কিনে কাজ চালিয়ে নেওয়ার নাম ই অ্যাডজাস্টমেন্ট।
মধ্যবিত্ত-রাই একটা কাজ করার পরেও অন্য কাজ খোঁজে,যাতে একটু বারতি সঞ্চয় করে, ভবিষ্যতে টাকা জমিয়ে সুখে থাকতে পারে।

(ছবি:- সংগৃহীত)

বাবার টাকায় ফুটানি না মেরে, নিজে চাকরি করে এবং
নিজের টাকায় বাইক কিনে শখ পূরন করার নামই মধ্যবিত্ত।
প্রেমিকার হাত ধরে বিরিয়ানি নয়, বরং ফুচকা খেয়ে আনন্দ ভাগ করাটাকেই মধ্যবিত্ত বলে।
একটা জামা ছিঁড়ে গেলে তুমি যদি সেলাই করে না পড়তেই পাড়লে, তাহলে তুমি অ্যাডজাস্টমেন্ট করতে শিখলে কই?
তোমার বাবার সুবিধার জন্য পড়ার পাশাপাশি যদি তুমি নিজেও কিছু কাজ করতে পারো, তাহলে তুমি অ্যাডজাস্টমেন্ট করতে জানো।

(ছবি:- সংগৃহীত)

মধ্যবিত্ত তাদের বলে, যারা মোটা মোটা টাকা দিয়ে নয়,নিজের যোগ্যতায় বড়ো কলেজে ভর্তি হয়।
যারা নিজের যোগ্যতায় চাকরি পায়,
যারা কোনো ঘুস নামক শব্দের ব্যবহার না করে, তারাই জানে, আসল মধ্যবিত্ত-র মানে।
মাসের শেষে বেতন পেতে দেরি হলে, টেনে-টুনে সংসার চালানোর নামই অ্যাডজাস্টমেন্ট।
চাইলে নুন এবং ভাত ও খেয়ে থেকে যাবে, তবু কোনো কিছুর পরিবর্তে নিজের সম্মান না হারানোর নামই মধ্যবিত্ত।

এটাও পড়ুন-তুমি আর আমাতে রইলে না

তুমি যদি একটার পর একটা চাহিদা করেই যাও, অথচ তোমার বাবার ওষুধের খালি শিশি তোমার চোখে না পড়ে,
কিংবা তোমার মায়ের ছেঁড়া চটিগুলোই সারিয়ে পড়ে চলাটা যদি তুমি না দেখতে পাও..
তাহলে তুমি আর যায় পারো, অ্যাডজাস্টমেন্ট করতে শেখোনি।
মধ্যবিত্ত দের পকেট ভর্তি টাকা থাকেনা, কিন্তু কেউ বিপদে পড়লে,চোখ বন্ধ করে তাকে নির্দিধায় টাকা দিয়ে দিতে পারে।

(ছবি:- সংগৃহীত)

এরাই সবাইকে নিয়ে চলতে জানে।
এলাহি ভাবে জীবন যাপন নয়,
বরং,যতটুকু প্রয়োজন,ততোটুকু নিয়ে সুখে থাকার নাম ই মধ্যবিত্ত।
লোকের দেখে হিংসে নয়,বরং নিজেরটা নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকাটাই মধ্যবিত্ত-এর আসল পরিচয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *