“…কখনো আকাশ বেয়ে চুপ করে…”
ঘড়ির কাটাঁয় তখন তিনটে বেজেছে, রাত বলব নাকি ভোর! জানি নাহ…
শহরটাও খুব নিশ্চুপ, ব্যস্ত শহরটাকে কেউ যেন যাদুকাঠির ছোঁয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছে।
শুধু, কয়েকটা চোখে ঘিরে রয়েছে ইনসোমনিয়া— কারণ মনখারাপি মুহূর্তদের মনে পড়া!
এই ভোররাতের জমা হয়ে থাকা কিছু চাপা অভিমান, ক্ষোভ আর খারাপ-লাগাদের কোনো কারণ থাকে না।
ওরা আসে বেডরুমে বৃষ্টি হয়ে ঝরবে বলেই,
চোখগুলো তন্দ্রাহীন ভাবে জেগে থাকে তারাদের সাথে কথা বলবে বলে, ভালোবাসা খুঁজে নেবে বলেই।
তারপর, নিজেদের অজান্তেই দুচোখের পাতা জুড়ে নেমে আসে ঘুম-পরি,
অপুর্ণ ইচ্ছেদের কুঁড়িরা স্বপ্ন হয়ে ওদের দুচোখে;
অবশেষে, ওরা স্বপ্ন দেখে…
স্বপ্ন দেখে ভালো বাসার, ভালো থাকার।
মনে মনে অপেক্ষা করে—
“…যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে…”