আমাদের প্রত্যেকেরই জীবন স্মৃতির মোড়কে আবদ্ধ। আমাদের প্রতিটা জীবনের কাহিনী ও কতগুলো মূহুর্ত পরপর জুড়েই স্মৃতির সমাহার তৈরি হয়, আর এই সমস্ত স্মৃতি নিয়েই আমাদের জীবন চলতে থাকে। এই স্মৃতিগুলো সুখ বা দুঃখ সবকিছুই বহন করে, আসলে আমাদের জীবনের প্রতিটা মূহুর্তই থাকে সুখ – দুঃখ দিয়ে ঘেরা, কখনোই একভাবে দুঃখ বা সুখ চলতে পারে না। আমাদের জীবনের বেশ কিছু মূহুর্ত খুবই কষ্ট দেয় কিন্তু দুঃখের পরে সুখ আসে জেনে আমরা দুঃখকে অতিক্রম করি। এই স্মৃতিময় জীবনে আমরা সুখের স্মৃতি যেমন মনে রেখে চলি তেমনই কিছু দুঃখের স্মৃতিও আমাদের মনের মণিকোঠায় থেকে যায়। আসলে আমরা প্রত্যেকেই নিজেদের জীবনের ছোট ছোট মূহুর্তগুলোকে ভুলতে পারি না, তাই বলে সব মূহুর্তই আমরা মনে রাখি এমনটা নয় বিশেষ কিছু মূহুর্ত থাকে তা সে আনন্দের হোক কিংবা দুঃখের যাইহোক সেগুলো আমরা মনে যত্ন করে সজিয়ে রাখি।
চিত্র : সংগৃহীত
এই যেমন ধরুন কোভিড ১৯ পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় আমাদের মনে হয়েছিল এক লহমায় জীবনটা থেমে গেল। প্রতিটা মানুষের হঠাৎ করে মনে হয়েছিল এ আবার কেমন অবস্থা এইভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে কিভাবে থাকব! তবে প্রথম প্রথম বেশ কষ্ট হলেও মানুষ সময়ের সাথে সাথে মানিয়ে নিয়েছে, আসলে ওই যে বললাম আমাদের জীবনে অনেক মুহূর্ত তৈরি হয় আর সেগুলো নিয়েই আমরা বেঁচেথাকি; লকডাউনে সেইরকমই হঠাৎ করে তৈরি হওয়া কিছু নতুন ঘটনা ও মুহূর্ত নিয়ে আমরা বাঁচতে শুরু করলাম, প্রথমদিকে বড্ড বাজে ভাবে দিন কাটলেও ধীরে ধীরে আমাদের পুরনো স্মৃতি; একের পর এক কাটানো সুন্দর দিনগুলো আমাদের নতুন ভাবে বাঁচতে সাহায্য করল।
চিত্র : সংগৃহীত
জীবন থেমে থাকল না সমস্ত দুঃখের মধ্যে দিয়েও সুখের স্মৃতি নিয়ে এগিয়ে চলল, মানুষের সাথে মানুষের দেখা না হওয়া, কত পরিকল্পনার পরিবর্তন ইত্যাদি সবটুকুই দেখিয়ে দিল মানুষের জীবন বড়ই আপেক্ষিক এবং এখানে বিভিন্ন স্মৃতিচারণার মধ্যে দিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় এবং নিজের ভালো থাকার রসদ খুঁজে নিতে হয়। আমাদের জীবনে সুখ দুঃখ সব থাকা সত্ত্বেও কিন্তু দিনশেষে আমরা দুঃখের স্মৃতিগুলোকে সরিয়ে রেখে সুখের স্মৃতিতে ডুব দিয়ে স্বপ্নের দেশে পাড়ি দিই। আসলে এই ছোট ছোট দিনগুলো ছোট ছোট মূহুর্তগুলো একের পর এক জুড়ে জুড়ে আমাদের কাছে স্মৃতির অধ্যায় তৈরি হয় আর আমরা প্রত্যেকেই এই স্মৃতিগুলো নিয়েই বাঁচি।
চিত্র : সংগৃহীত
দৈনন্দিন জীবনে সব সময় আমরা যেটা চাই সেটা পাই না, কিছু ক্ষেত্রে যখন আমরা সেটা পাই তখন আমরা সুখের সাগরে ভাসতে থাকি কিন্তু বেশিরভাগ সময় যখন আমরা আমাদের চাহিদা গুলো পূরণ করতে পারিনা তখন আমরা এই সুখের সাগর থেকে দুঃখের তীরে এসে দাঁড়াই, এবং প্রাণপণে চেষ্টা করি দ্রুত ওই সুখের সাগরে ফিরে যাওয়ার। আর এই দুঃখের সাগর থেকে সুখের সাগরে যাওয়ার জন্য আমাদের খুব দরকার হয় স্মৃতি নামক জাহাজের, যা আমাদের সুখ ও দুঃখের মাঝে ভারসাম্য রাখতে সাহায্য করে; তাইতো আমরা ছোট ছোট মূহুর্তগুলো নিয়ে স্মৃতির জাহাজ তৈরি করে বেঁচে থাকি।
এটাও পড়ুন: কাদম্বিনী গাঙ্গুলী প্রথম নারী চিকিৎসক হয়ে ওঠার লড়াই
চিত্র : সংগৃহীত
এই মূহুর্ত বা স্মৃতিগুলো জীবনের উপর নির্ভরশীল না হলেও আমাদের একটা জীবনে বাঁচতে গেলে সব সময় কিছু মূহুর্ত বা স্মৃতিকে সঙ্গী করেই বাঁচতে হয়। আসলে আমরা মূহুর্তে বাঁচি এবং মূহুর্তে থাকি বলেই আমাদের স্মৃতির সান্নিধ্যে থাকতে হয়, আমরা স্মৃতির সান্নিধ্যেই থাকি।