এবার ‘ব্যোমকেশ’ আবুধাবিতে

এবার ‘ব্যোমকেশ’ আবুধাবিতে! আজ্ঞে হ্যাঁ। ‘ব্যোমকেশ’ রূপী আবির যে কতখানি বাঙালী তথা বঙ্গনারীর হৃদয়ের কাছের সেটা ছবির রিলিজের সময়েই বোঝা গিয়েছিল।

তীক্ষ্ণ ধার বুদ্ধি তার সাথে সূক্ষ্ম পর্যবেক্ষণ আপামর বাঙালীর মনকে জয় করেই ছিল সেই ছবির সময়েই। তার সাথে নিপাট ধুতির ভাঁজ নারী হৃদয় জয় করেছিল তা বলাবাহুল্য। ব্যোমকেশকে নিয়ে বহু পরিচালকের বহু মত আদর্শ আমরা দেখেছি, তা শুধু বাংলা নয় হিন্দিতেও। এমনকী ওয়েব সিরিজ বা বাংলা ধারাবাহিকেও ব্যোমকেশকে আমরা দেখতে পাই। তবে এবার পরিচালক অরিন্দম শীলের পরিচালনায় ব্যোমকেশ যেন আরেকটু পরিমার্জিত আর আরও বেশি বাস্তবসম্মত। পরিচালক শীলের পরিচালনায় একদিকে যেমন আমরা দেখতে পাই ব্যোমকেশ আরও তীক্ষ্ণ হয়ে উঠছে তেমনই পরিবারের সাথে বা যাকে বলে লাভলাইফ টা আরেকটু বেশি গভীরভাবে দেখানো হয়েছে। তাই হয়তো “হর হর ব্যোমকেশ” – এর সময় থেকেই ব্যোমকেশ আরও বেশী জনপ্রিয়তা লাভ করে।

বর্তমানে ব্যোমকেশ মানে আবির পরিচালক অরিন্দম শীলের সঙ্গে আবুধাবিতে আছেন, “ব্যোমকেশ গোত্র” ছবির স্পেশাল স্ক্রীনিং এর জন্য। এর থেকে বোঝাই যাচ্ছে শুধু বঙ্গললনাদেরই নয়  ব্যোমকেশ কিন্তু দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সমান জনপ্রিয়।

আসলে কী বলি বলুন তো ওই নিপাট বাঙালিয়ানা চেহারা আর অমন ক্ষুরধার বুদ্ধির প্রেমে পড়তে মন যে বাধ্য।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *