জানালা দিয়ে দেখা যাচ্ছে লাহা কাকুদের পুকুর লাগোয়া বাগানটা…
এই ঝড়টা তোমাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু ওদের কাছে খুব প্রিয়। সেই ছোটো থেকে ওরা একসাথে বড় হচ্ছে। একই পুকুরঘাটের জমিতে ওদের বাস। এই পুকুরের জল, একই মাটির নুন-হাওয়ার ছন্দে ছন্দে গান গাওয়া, কখনো বা শ্রাবণের বৃষ্টিতে একসাথে ভেজা…
এভাবে কেটেছে অনেকগুলো বছর।
কিন্তু সবার চোখের আড়ালের রাতজাগা গল্পগুলো আজকাল আর হয়না। পাছে কেউ কিছু মনে করে…
তাইতো ওরা অপেক্ষা করে একটা আচমকা ঝড়ের! যে সময় মন খুলে প্রাণের গল্প করবে ওরা, বাঁধা দেওয়ার থাকবেনা কেউ। ওরা জানে সবাই ওদের মনের ভাষা বুঝতে পারবে না, কিন্তু যে ভালোবাসা ওদের শিকড়ে লেগে আছে, এই মাটিতে মিশে আছে, তা অনেক গভীর আর অনেকখানি খাঁটি।
-সুহাসিনী