বিরাট কোহলির ব্যাট প্রতিপক্ষের সামনে সবসময়ই ভারী পড়ে।
কোহলির ব্যাট যখন কথা বলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভিত শক্ত হতে থাকে। এটা সকলেরই জানা কথা। ইন্ডিয়ান টিমের রান মেশিন বিরাট।
অধিয়নায়কের দায়িত্বের সাথে সাথে গোটা টিমকে সামলাচ্ছেন তিনি। এতে কোনও সন্দেহ নেই।
কিন্তু আইপিএলে তাঁর টিম আরসিবির পারফরম্যান্স দেখে বেশ হতবাক ফ্যানেরা।
প্রথম ম্যাচে ধরাশায়ী ব্যাটিং এ চেন্নাইয়ের সামনে মুখ থুবড়ে পড়ার পর আবারও পরপর ছয় ম্যাচ হেরে বিরাট কোহলির টিম এখন পয়েন্ট টেবিলের একেবারে নীচে।
বিরাট কোহলিকে আমরা বরাবরই দেখছি প্রাণোচ্ছল, আত্মবিশ্বাসী।
কিন্তু এবার আইপিএলের শুরু থেকে পরপর ছয়খানা ম্যাচ চোখের সামনে হেরে ক্যাপ্টেনকে কিছুটা হলেও ভেঙে পড়তে দেখেছি।
চার নম্বর ম্যাচে আরসিবিকে প্রথম থেকেই অ্যগ্রেসিভ মোডে ব্যাটিং করতে দেখেছি কেকেআরের বিরুদ্ধে। বিরাট নিজের সেরাটা দিয়েছিলেন এবং সঙ্গ দিয়েছিলেন এবিডি।
কেকেআরের সামনে ২০৬ এর টার্গেট খাড়া করার পরেও জিততে পারেনি আরসিবি।
শেষ চার ওভারে রাসেল ঝড়ে পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় কেকেআর।
এরকম অবিশ্বাস্য হারের ব্যখ্যা খুঁজতে গিয়ে বিরাট টিমের বোলারদেরই দুষেছেন।
আবার গতকালের ম্যাচে দিল্লির বিরুদ্ধে হেরেছে আরসিবি।
শেষ চারে পৌঁছতে হলে এখন টানা ম্যাচ জিততে হবে ক্যাপ্টেন কোহলিকে। এমতাবস্থায় বিরাট কোহলির চাপের মুখেও হাসতে দেখেছি আমরা।
হ্যাঁ, ক্যাপ্টেনের ফুরফুরে মেজাজে ছন্দে ফিরে আসুক তাঁর টিম।
গর্জে উঠুক আবর তার ব্যাট। অ্যগ্রেশন্ মোডে জেতার স্বাদ ফিরে পাক বিরাট।
বিপর্যয়ের মোকাবিলায় জয়ী হোক ক্যাপ্টেন। চেনা ছন্দে ফিরে আসুক আমাদের সবার প্রিয় রান মেশিন।