ডান, বাম কিংবা সবুজ – কি এসে যায়?
কাজ তো একটাই, লুন্ঠন।
কিছু নিরীহ চাষীর প্রাণ,
কিংবা ধর্ষন,
কেউতো আবার ঘরে
ছেলে ঢোকাবার প্রতিশ্রুতিও দেয়।
শর্ত একটাই – শোষণ।
বারণ করবার সাহস নেই,
আমি যে সাধারণ মধ্যবিত্ত ।
আমার বউ-বাচ্চা আছে,
কিংবা প্রশাসনিক জটিলতায়
সময় দেবের অবকাশ নেই।
আজ আমি দেখছি,
আমার সামনে ওই নরকের কিটগুলো,
বাচ্চা মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে,
কিন্তু উপায় নেই, আমি যে মধ্যবিত্ত,
আমার সংসার আছে।
নিজের ভেবেই দিন যায়,
অন্যের ব্যাপারে কী আসে-যায়?
আমি যে মধ্যবিত্ত, আমার একটা সংসার আছে।
আমিও বুঝি, সব বুঝি
কিন্তু কি করি, আমি যে মধ্যবিত্ত
দাদা আমার একটা সংসার আছে।
মানুষ শালা মাথা মোটা,
ভোট দিতে যায় নেচে!