অ- বাক তন্ত্র

অ- বাক তন্ত্র

 

তিলোত্তমা পুড়ছে হিংসায়,

এই দহনে সামিল সবাই

হাওড়া ব্রিজের সৌন্দর্যতা,

ভিক্টোরিয়ার স্নিগ্ধতায় কেউ

এখন আর মুগ্ধ হয় না….

শুধুই একরোখা মনোভাব

নতুন কিছুর বিরুদ্ধতা সবসময়

গলা টিপে বাকস্বাধীনতাকে রোধ করার প্রচেষ্টা

যা আমার মানবিকতাকে ক্ষুন্ন করে,

চারিদিকে ঠুনকো আত্মমর্যাদার গৌরব আমার

হৃদয়ের ভিতর এক তীব্র জোয়ারের সৃষ্টি করে-

এ জোয়ার মুখোশ উন্মোচনের,

এ জোয়ার যৌবনের উদ্দীপনার,

এ জোয়ার মিত্রতা ও হৃদ্যতার….

এই জোয়ারে ভেসে চলে নবযৌবন,

জাত-পাত-ধর্ম নির্বিশিষে

যেখানে অনেক তর্ক বিতর্ক হয়,

গান যেখানে gun কে রুখে দেয়

image courtesy- Google

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *