পাগলের প্রলাপআর পাঁচটা মানুষের মত আমিও সাধারণ ভাবেই বাঁচতে চেয়েছিলাম , জীবনধারণ করতে চেয়েছিলাম ; কিন্তু সেটা সম্ভবপর হল কৈ ? ছোট থেকেই নিজেকে এই অমেরুদন্ডি শ্রেনীরথেকে বিছিন্ন মনে হত , বয়স বাড়ার সাথে সাথেই এই ভাবনা আরো জোরালো হতে শুরু করে এবং জীবনধারণের ভঙ্গিমাটা পাল্টে যায় পুরোপুরি | সম্পূর্ণভাবে এর জন্য দায়ী মনে করিঋত্বিক ঘটক , গৌতম চট্টোপাধ্যায় , চার্লি চ্যাপলিনের মতো মানুষজনদের , যাদের দ্বারা নির্মিত অমূল্য সব কাজ আমাকে মুগ্ধ করেছে ; ভাবতে বাধ্য করেছে প্রতিনিয়ত | যারা সবসময়শোষিতদের হয়ে লড়েছেন | যারা শাসকশ্রেণীকে গোড়া থেকে উৎখাত করতে তৎপর থেকেছেন সর্বক্ষণ , যারা পুঁজিবাদের নাম – গন্ধ মুছে দিয়ে জাত – পাত – বর্ণ নির্বিশেষে একসমাজের প্রতিষ্ঠা করতে চেয়েছেন ; কিন্তু ! এদের মধ্যে কারুর কপালে জুটেছে মাতাল ও পাগলের তকমা , কেউ আবার শুধুই হাস্যরসের উপাদান হয়েই রয়ে গেছেন | তবুও এরাইআমার মস্তিষ্ককে বিচলিত করেছে প্রবলভাবে ; রাতের পর রাত জেগে ভাবতে বাধ্য করেছে কেন বাস্তবে ২ + ২ = ৪ হয় না …. আচ্ছা আমাদের চারপাশে যা যা ঘটছে , আমরা যেসব মান ওহুশহীন জিনিসের অবলম্বন নিচ্ছি , সবটাই কি শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য?বোধ করি , সবটাই আপাতদৃষ্টিতে একটা সমীকরণের উপর দাঁড়িয়ে রয়েছে | এই ছক , সমীকরণ সবই আমাদের নিজেদের সুবিধার্থে সৃষ্টি করা ; গোটা সমাজ তথা বিশ্বটাই এর উপরেভর করে চলছে , ক্রমশ অগ্রসর হচ্ছে উন্নতির দিকে কিছু মানুষের অবনতি ঘটিয়ে | শোষিতকে আরও শুষে শাসকের জীবনধারণ , লক্ষ্যপূরণ করা এটাই তো খাদ্যশৃঙ্খলের নিয়ম ; যাযুগ যুগ ধরে চলে আসছে | মেনে নিলে ভালো , বেঁকে বসলেই বিপদ …. তবু এরই মধ্যে একটু রদবদল করে ছক ভেঙ্গে এগিয়ে চলার মধ্যে প্রাণ খুলে বাঁচার যে একটা আনন্দ , উদ্দীপনাআছে তা অবর্ণনীয় | সবাই একজোট হয়ে এভাবে প্রাণ খুলে বাঁচতে পারলে মানুষে মানুষে হিংসার পরিমান কিছু হলেও হয়তো কম হত | আমরা কথায় কথায় আমাদের ঐতিহ্য ,সংস্কারের বুলি আওড়াই ; এদিকে সেই সংস্কারের আড়ালেই যাবতীয় কু-কর্ম সম্পন্ন করি | তখন অবশ্য কোনো আদর্শ – টাদর্শকে তোয়াক্কা করি না , সবসময় যে মরাল ভ্যালুর কথা বলিসেসব তখন দরজা দিয়ে বেরিয়ে পড়ে | আর ঠিক তার পরক্ষণেই যদি আপনার পাশের বাড়ির লোকটা বা পাড়ার দাদাটা আপনাকে মরাল ভ্যালু নিয়ে জ্ঞান দেওয়া শুরু করে তাহলেবুঝবেন সেটা ভাওতাবাজি আর কিছুই নয় ; কারণ – তারা নিজেরাই নিজেদের কাছে পরিষ্কার নয় আর সবটাই একটা উজবুক সিস্টেমে বেড়ে ওঠার অংশ , যেখানে শুধুই চাপিয়ে দেওয়াররাজনীতি চলে | জনসমক্ষে অপপ্রচারের দ্বারা সাধারণ মানুষকে বিচলিত করে ও দুর্বলের ঘাড়ে পা রেখে পুঁজিবাদী শক্তি প্রসার লাভ করে | দেশ স্বাধীনতা লাভ করেছে প্রায় ৬৯ বছরপেরিয়ে গেছে , তবু সেটা শুধুই আক্ষরিক অর্থে | স্বাধীন দেশে অফিসের কেরানি থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত সবাই corrupted হয়ে গেছে | এই পরাধীন অরাজকতাপূর্ণ অব্যবস্থারমধ্যে বেঁচে থাকার চেয়ে পরাধীন দেশে বেঁচে থাকা অনেক ভালো ছিল , কারণ – তখন শ্রেণীশত্রু ছিল না | এই ফ্যাসিবাদ , শাসকের চরম দাপাদাপির বিরুদ্ধে এক হতেই হবে এবারসকলকে ; এটাই চরম মুহূর্ত এক হওয়ার , জোট বাঁধার | |
The vibrant city of Kolkata is set to host an extraordinary musical event as renowned Indian music…
In a heartwarming ode to friendship and the unifying spirit of Pujo, SVF Brands has…
The year 2024 has not been what I had planned so far. Everything went downhill.…
Following the resounding success of the inaugural edition, SVF Musicproudly announces the arrival of the…
Amidst ongoing speculations regarding the leading lady opposite Shakib Khan in the upcoming film 'Toofan',…
This article originally appeared in DC Journal: https://dcjournal.com/why-does-a-rich-chicago-law-firm-keep-suing-indian-tribes/ Why does a deep-pockets Chicago law firm keep…
This website uses cookies.