কত ই বা বয়স হবে
20 বা 21
ছিল একটা হাসিখুশি মেয়ে
দেখতে খুব একটা ভাল ছিল না…
ফরসা মুখে দাগ ছিল তার বেশ….
শরীর তার দারুন ছিল না…
মোটা ছিল সে বেশ…
কিন্তু ছিল ভালমানুষ
ভালবাসাটাই তার অভ্যেস
তার ও ছিল অনেক আশা
সপ্ন ছিল অনেককে নিয়ে
বিশ্বাস করো…একজনেরই কথা….
ভেবেছে নির্দিষ্ট সময়ে
তবুও তারা চলে গেছে কারন ছাড়া…
ভালবেসেছে জেনেও….
হঠাৎ আজ একজনের কথা….
জানাল কারণ সত্য…..
সুন্দরী সে নয়কো মোটে…
এটাই তাদের শেষ কথা…
তাও নাকি তারা দেখত ভেবে….
যদি না পেত শরীরি বাঁধা…
সব জেনে মেয়ের মুখে হাসি….
চোখের কোনে জল….
মন আর যে নয় দামি….
শরীরটাই আজ ভালবাসার অঞ্চল….
Image Source : Google