তবে তুমি যাহা চাও (প্রথম পর্ব)

তবে তুমি যাহা চাও (প্রথম পর্ব)
……………………

যখন কিছুই ভালো লাগে না, তখন মনে হয় নিউজ ফিডের সব পোস্টে হাহা রিয়্যাকশন দিয়ে চলে আসি।
ওরকমই একদিন স্ক্রল করতে করতে একটা পোস্ট এল।
একটা রাজনৈতিক পোস্ট,কেউ একজন শেয়ার করেছে;তাতে দুটো অ্যাঙ্গরি ইমোজি ক্যাপশন জুড়ে;
আমি তাতেও হাহা রিয়্যাক্ট দিয়ে দিলাম।
এভাবেই স্ক্রল করছি হঠাৎ ম্যাসেঞ্জার-টা টুং করে উঠলো।
ছোট্ট গোলে দেখলাম একটা মেয়ে, হাল্কা এডিট জুড়েছে তবে ময়ূর
দেখতে কাক দেখার মতো অবস্থা হবে না।
তিনটে ম্যাসেজ-
প্রথমটায় লেখা – ‘হাউ ডেয়ার ইউ’,
তারপরের গুলো যথাক্রমে- ‘হাউ কুড ইউ লাফ আট দিস?’ ‘ডু ইউ থিঙ্ক ইটস আ জোক?”

আমি থতমত খেয়ে একটা স্মাইলি দিয়ে দিলাম;
তারপর ভাবতে বসলাম কি উত্তর দেওয়া যায়।
এরমধ্যেই আরও দু’খানা অ্যাঙ্গরি ইমোজি চলে এসেছে ওপাশ থেকে।
কায়দা করে বললাম
– যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়, তো হাসি পাবে না তো কি?
ওপাশ দেখলাম একটু চুপ। তারপর রিপ্লাই এল
– ‘আমি ভেবেছিলাম আপনি সাপোর্ট করেন না।’
আমি আবার একটা স্মাইলি দিয়ে দিলাম।
রিপ্লাই এল,
– আসলে আমি একটু অল্পতেই রেগে যাই বুঝলেন।
– এই আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে?
ওই পোস্টটার ব্যাপারে ডিসকাস করতাম।
আমি তো অবাক, মেয়ে বলে কি? কিছুটা গর্বিত গর্বিতও ফিলিং হচ্ছে, এই প্রথম কোনো মেয়ে নাম্বার চাইলো।
আলেকজান্ডার, আর্যভট্ট ভেবে অবশেষে ম্যাসেজ করেই দিলাম নাম্বারটা। হাজার হলেও মেন উইল বি মেন।
ফোন আসলো, রিসিভ করতেই যেন মাধুরী দিক্ষিত বলে উঠলেন- ‘কোন কোম্পানির সিম আপনার?’
আমি আবার থতমত খেলাম,
– ‘ইয়ে মানে এয়ারসেল।’
– ‘ধ্যাত, ভোডাফোন’
– ‘কি ভোডাফোন?’
– ‘আপনার সিমটা।’
– ‘কি আশ্চর্য, আমার সিম আমি ব্যালেন্স ভরি আমি জানবো না?’
– ‘আমি এয়ারসেলের পুরোনো কাস্টমার। এয়ারসেল কোন নাম্বার দিয়ে শুরু হয়, আমি জানবো না?’
– হে মহাবিপদে পড়া গেল তো দেখছি।
ওপাশ দেখলাম একটু চুপ, তারপর মাধুরী দিক্ষিত আবার বলা শুরু করলেন,
– ‘আসলে কি বলেন তো। আমি না অল্পতেই রেগে যাই, তাই তখন রিয়্যাক্ট করে ফেলেছি। ভেবে দেখলাম ম্যাসেঞ্জারে ক্ষমা চাওয়াটা একটু অপমানজনক হয়ে যাবে তাই ফোন করে মানে।
আমি তো অবাক, মেয়ে বলে কি?’
পরিস্থিতি সামাল দিয়ে বললাম,
– ‘আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এগুলো তো হতেই পা…..’
আরও কিছু বলতে যাচ্ছিলাম, ফোনটা টুক করে কেটে গেল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *