পরিযায়ী

সমুদ্রের আবহাওয়া কী অদ্ভুত! কিছু না কিছু নতুন শেখায়, কিছু নতুন উপহার দেয়, হাল্কা করে দেয়। কত ভুল ধারণার অবসান, আবার না-পাওয়া গুলোর ঝাঁঝ কমিয়ে আনে এই বিরাট নোনতা জলাধার।

অজন্তার গর্ভপাতের পর থেকে মনীষের মন সরে যায় অজন্তার দিক থেকে। সমুদ্রে গিয়ে, সারা দিন কাটে গেষ্টহাউসে। ম্যানেজারের অতিশয় ভালো-আচরণে বিব্রত ছিলো অজন্তা। তবে গল্প এগোনোর সাথে সাথে একের পর এক পরত খুলতে থাকে, সমুদ্র-সৈকতের।

সব দেওয়া-নেওয়া সমুদ্রের জিম্মায় রেখে সব ভুলে যাওয়া যায় অনায়াসেই। যারা পরিযায়ী হয়ে বাঁচিয়ে রাখে সমুদ্রকে, তাদের সব ফিরিয়ে দেয় সমুদ্র এক-দুই-তিন ক’রে।

Facebook Comments Box