“বাবারা মিথ্যে কথা বলে…”

“বাবারা মিথ্যে কথা বলে…”

তুমি পায়ে ব্যথায় হাঁটতে পারছিলে না,
তখন ডাক্তার দেখাতে নিয়ে যেতে চাইলে তুমি রাগী চোখে বললে, তুমি ব্যস্ত এসবের সময় নেই!
আসলে আমায় নতুন কোর্সটায় ভর্তি করবে বললে তুমি সঞ্চয় করতে চাইছিলে।
তোমার বাইকের নেশা ছিল, কিন্তু মেয়েকে গরমে এসির হাওয়া খাওয়াবে বলে নিজের প্রিয় বাইকটাও বিক্রি করে দিলে…

বিশ্বাস করো, আমার রাগী চোখ আর বদমেজাজী খ্যাঁচা বাবাটার মধ্যে যে ম্যাজিশিয়ানটা লুকিয়ে আছে, তাকে তুমি চিরকাল আড়াল করলেও আমি কিন্তু ঠিক খুঁজে পেয়ে গেছি।

“আমি ঈশ্বরকে দেখিনি বাবা, তবে তোমায় দেখেছি…”
মন্দিরে মসজিদে বা চার্চে মানত করলে সব ইচ্ছে পূরণ হয় কিনা সত্যিই জানা নেই, তবে তোমার কাছে করা আবদারগুলো কোনোদিন অপূর্ণ রাখোনি তুমি।
শুধু আজ নয়, আমার কাছে প্রতিদিনই পিতৃদিবস বাবা।

তোমার বলা ওই মিথ্যেগুলো তোমার প্রতি সম্মান বাড়ায় প্রতিমুহূর্তে।

Happy father’s day বাবা

ইতি,
তোমার আদরিণী

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *