শান্তির খোঁজে এসেছি তোমার দরবারে
ভালোবাসার পিয়ানো বাজিয়ে ঘৃনাকে রাখব সবার থেকে দূরে
শীতঘুমে আবৃত ফুটপাতে চলে নেংটি ক্ষুধার্তের চিৎকার চিৎকার খেলা
বিছানার ভাঁজে লেপের ওমের আদরে লুটোপুটি খায় মধ্যবিত্তের লুকোচুরির মেলা
কনকনে ঠান্ডায় কেঁপে কেঁপে ওঠে ঐ অর্ধনগ্ন শরীর
ভোগবিলাসের পালঙ্কে শুয়ে পরম শান্তি খোঁজে দেহ ধনীর
কুয়াশাময় শীতঘুমের নিস্তব্ধতা ভাঙে হতভাগ্য বেশ্যার কান্না
নিউ ইয়ার ইভের জলসায় মত্ত তরুণ তরুণীরা কাঁচের গ্লাসকে তখন বলে, আর না আর না
রাতের কালো আঁচলে কোনো এক অসহায় নারীর চোখের জল শুকায় জরায়ুর অধিকারের নামে
ভোঁতা জিভে আঁচরের স্বাদে নাল ঝরে বাস্টার্ডদের পৈশাচিক কামে
অন্যায় অবিচার চলে যেখানে
শান্তি করে না বসবাস সেই স্থানে
এ জগতের সকল স্থান হল অশান্তির আধার
নিজের মনই হল প্রকৃত শান্তির দ্বার